Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ মার্চ ২০২৪

অধ্যক্ষ মহোদয়ের বাণী

একজন শিশু জন্ম গ্রহণ করলেই মানুষ হয়ে যায় না। তার মেধা ও প্রতিভা বিকাশ ঘটিয়ে মনুষ্যত্ব অর্জন করতে হয়। শিক্ষা প্রতিষ্ঠান হল মেধা ও প্রতিভা বিকাশের অন্যতম স্থান।  শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান বিজ্ঞান, খেলাধুলা ও সংস্কৃতি চর্চার কল্যাণেই মনুষ্যত্ব ও মেধার সম্প্রসারণ ঘটে। একটি দেশকে উন্নতির শিখরে পৌছাতে হলে জাতিকে গড়ে তুলতে হবে শিক্ষিত করে। সময়ের বিবর্তনের সাথে সাথে পরিবর্তন ঘটেছে শিক্ষাক্ষেত্রেও। বর্তমান সরকারের সময়ে শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক অগ্রগতি সাধিত হয়েছে। আধুনিক জ্ঞান-বিজ্ঞানের ফলে প্রযুক্তি আজ আকাশছোঁয়া। একবিংশ শতাব্দীর বড় চ্যালেঞ্জ হচ্ছে তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধতা গড়ে তোলা। এরই আলোকে বর্তমান সরকারের ডিজিটাল স্বপ্ন বাস্তবায়নে নরসিংদী সরকারি কলেজ পরিবারও বদ্ধপরিকর।

                বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভিশন ২০২১ এর সাথে আমরাও একত্বতা প্রকাশ করছি। এই লক্ষ্য পূরণে ইতিমধ্যেই আমরা শ্রেণি কক্ষে প্রজেক্টর ও ল্যাপটপের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান প্রক্রিয়া চালু করা হয়েছে। এছাড়া আধুনিক আইসিটি ল্যাব, বিভিন্ন বিভাগে অত্যাধুনিক স্মার্ট ক্লাস রুম প্রতিষ্ঠা করা হয়েছে। অনলাইন ব্যাংকিংসহ তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট সার্ভিস চালু করা হয়েছে। এখন থেকে আমাদের ছাত্র/ছাত্রী, অভিভাবক ও শিক্ষক/শিক্ষিকা তাদের সকল তথ্য ঘরে বসেই ওয়েব সাইট থেকে পেয়ে যাবেন। এ ওয়েবসাইটটিতে যে তথ্য ও উপাত্ত থাকবে তা অবাধ তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে এর ফলে একদিকে আমরা ইনফরমেশন হাইওয়ে উঠতে সক্ষম হব। পাশাপাশি আমাদের কাজে স্বচ্ছতা, গতিশীলতা, জবাবদিহিতা সেবার মান বৃদ্ধি পাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

   প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া
                       অধ্যক্ষ
নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী